ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জুন ১১, ২০২১
অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু ফাইল ফটো

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় বজ্রপাতে মাহাবুল আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) বিকেলে উপজেলার বাঘাকান্তি হাওরে এ ঘটনা ঘটে।

 

মাহাবুল আলম উপজেলার দেওঘর ইউনিয়নের মধ্য আলিনগর গ্রামের হাজী শাহজাহান মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুন) বিকেলে বৃষ্টির মধ্যে বাঘাকান্তি হাওরে গরু আনতে যান মাহাবুল আলম। এসময় গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জুন ১১, ২০২১     
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।