ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ১২, ২০২১
যশোরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া

যশোর: ২০২১-২০২২ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে যশোর আকিজ বিড়ি ফ্যাক্টরিতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুন) বিকেলে ঝিকরগাছা উপজেলার নাভারনে অবস্থিত ফ্যাক্টরিতে যশোর অঞ্চলের বিড়ি শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের যশোর অঞ্চলের ফ্যাক্টরি কো-অর্ডিনেটর শান্ত কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণাঞ্চলের আহ্বায়ক ফজলুর রহমান, শ্রমিক নেত্রী মায়া বেগম।

অনুষ্ঠানে বিড়ি শিল্পের সঙ্গে জড়িতরা প্রধানমন্ত্রীর এই উদ্যোককে স্বাগত জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ