সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎতের খুঁটি বসানো নিয়ে ঝগড়া বিবাদের জেরে ছুরিকাঘাতে দম্পতি খুন হওয়ার ঘটনার প্রধান আসামি রাসেল মিয়া (৩০) ও তার ভাই বিপলু (২২) কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার এক মাস ছয় দিন পর নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি রাসেল ও তার ভাই বিপলুকে আটক করে র্যাব।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর র্যাব কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ।
তিনি জানান, আসামিরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত বিদ্যুতের খুঁটি বসানো ও শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এই খুনের ঘটনার ঘটেছে বলে জানায় প্রধান আসামি রাসেল।
গত ৯ মে রাতে জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে আলমগীর ও মোর্শেদা বেগম দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে মামলার প্রধান আসামি রাসেল ও বিপুলসহ ৫ সহযোগী।
এ ঘটনার পর থেকে তারা পলাতক ছিলো। পরে ১১ মে নিহতের ভাই বাদী হয়ে রাসেল ও তার ভাই বিপুলসহ ৬ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ আসামি এখনো পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আরএ