ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রিপল মার্ডার: অজ্ঞাত আসামি করে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জুন ১৭, ২০২১
সিলেটে ট্রিপল মার্ডার: অজ্ঞাত আসামি করে মামলা

সিলেট: সিলেটের গোয়াইনঘাটে দুই শিশুসহ গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, বুধবার (১৬ জুন) মধ্যরাতে নিহত আলিমা বেগমের বাবা আয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার দেখানো হয়নি।

তিনি বলেন, পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু আলামত মিলেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশ ধারণা করছে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এদিকে বৃহস্পতিবার দুই শিশু ও মায়ের ময়নাতদন্ত শেষে মরদেহ নিহত আলিমার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার ভোরে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় বসতঘর থেকে দুই শিশুসহ গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- উপজেলার ফতেহপুরের বিন্নাকান্দি ফুলেরতল গ্রামের হিজবুর রহমানের স্ত্রী আলেমা বেগম (৩৫), ছেলে মিজান (৮) ও মেয়ে তানিশা (৫)। এ সময় ঘর থেকে গুরুতর অবস্থায় গৃহকর্তা হিজবুর রহমানকে উদ্ধার করা হয়। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০২১
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।