ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণা, আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২৫, ২০২১
বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণা, আটক ১ 

বগুড়া: বগুড়া সদর উপজেলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে প্রতারণা করে কলেজ পড়ুয়া ছাত্রীকে বিয়ের অভিযোগে আব্দুল আলিম (৩২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ বিষয়টি জানান।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর থানা পুলিশ গোকুল ইউনিয়নের পলাশবাড়ী গ্রাম থেকে তাকে আটক করে।  

আটক প্রতারক আব্দুল আলিম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ও পেশায় একজন বাদাম বিক্রেতা। এর আগেও তিনি চারটি বিয়ে করেন। তার দু’টি সন্তানও রয়েছে।  

থানা পুলিশ সূত্রে জানা যায়, আলিমের সঙ্গে পলাশবাড়ি গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়ের মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ১৪ থেকে ১৫ মাস প্রতারক নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রেম চলমান রাখেন। এরমধ্যে ১৮ জুন আলীম মেয়েটির বাড়িতে এসে ৩ লাখ ৫০ হাজার ৫শ’ টাকা দেনমোহর দেখিয়ে তাকে বিয়ে করেন। প্রতারক আলীম মেয়েটির পরিবারকে জানান তিনি রংপুর জেলার সৈয়দপুর নামের কোনো এক পুলিশ ফাঁড়িতে দায়িত্বে আছেন।

একপর্যায়ে বৃহস্পতিবার মেয়েটির পরিবারের সন্দেহ হলে আলিমকে জেরা শুরু করেন। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তার পেশা বাদাম বিক্রেতা ও পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। পরে স্থানীয়দের সহায়তায় মেয়েটির পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করেন।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাটি দুঃখজনক পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতার দিকটিও উঠে আসে। আমরা প্রতারককে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রতারক আব্দুল আলিমের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।