ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যন্ত্রচালিত যানবাহন বন্ধ, চলবে আন্তর্জাতিক ফ্লাইট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
যন্ত্রচালিত যানবাহন বন্ধ, চলবে আন্তর্জাতিক ফ্লাইট

ঢাকা: করোনা সংক্রমণ রোধে ‘বিধিনিষেধ বা কঠোর লকডাউনে’ সড়ক, রেল ও নৌ-পথে যন্ত্রচালিত সব পরিবহন বন্ধ রাখা হবে। চলবে শুধু আন্তর্জাতিক ফ্লাইট।


 
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এমন ‘বিধিনিষেধ’ দিয়ে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  

এই সমেয় সব সরকারি, আধাসরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
 
প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথে পরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।