সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির বাবা আব্দুস সুবহান জানান, শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
কেএআর