ঢাকা, শনিবার, ২ ফাল্গুন ১৪৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে হরিণের চামড়াসহ ৪ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ৩, ২০২১
বাগেরহাটে হরিণের চামড়াসহ ৪ শিকারি আটক বাগেরহাটে হরিণের চামড়াসহ ৪ শিকারি আটক।

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় দুইটি হরিণের চামড়াসহ চার চোরা শিকারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (০৩ জুলাই) ভোরে শরণখোলা উপজেলার  শরণখোলা-সোনাতলা বেরিবাধ কাঁচা রাস্তার উপর থেকে তাদের আটক করে র‍্যাব-৬ এস সদস্যরা।

আটকরা হলেন, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আমির মল্লিকের ছেলে মো. জাকির মল্লিক (৪৫) ও তার ছেলে মো. ওমর সানী মল্লিক (১৯), দক্ষিণরাজাপুর গ্রামের মো. নূরুল হক ফরাজীর ছেলে মো. মাসুম ফরাজী (৩০) এবং একই গ্রামের মো. আমির পহলানের ছেলে মো. হাজিফুর পহলান (৩৫)।

আটকদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধিত ২০০০) এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বজলুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি হরিণের চামড়াসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি মোবাইলফোনও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জুলাই ০৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।