ঢাকা: তিনদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি)। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দু রশীদ।
তিনি জানান, ডিসিদের পাঠানো ১ হাজার ২৪৫ প্রস্তাবের মধ্যে ৩৫৪টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিসি সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ সরকারের নীতি-নির্ধারণী বিষয়, উন্নয়ন কর্মসূচি ও অন্যান্য প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ এবং কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে পাঠানো মাঠ পর্যায়ে জনস্বার্থ সম্পৃক্ত প্রস্তাব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবারের সম্মেলন ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। গত সম্মেলন চার দিনব্যাপী ছিল। সম্মেলন চলার সময় কমিশনার ও জেলা প্রশাসকগণ প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সদয় নির্দেশনা গ্রহণ ও মতবিনিময় করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণের সঙ্গে কার্য-অধিবেশন রয়েছে।
সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনে অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে। এবার মোট অধিবেশন ৩৪টি কার্য-অধিবেশন ৩০টি। এরমধ্যে একটি উদ্বোধন অনুষ্ঠান, একটি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সদয় নির্দেশনা গ্রহণ; এবং অন্যান্য আনুষ্ঠানিকতা দুটি (প্রধান উপদেষ্টার সাথে মুক্ত আলোচনা এবং বাংলাদেশ আডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভা)।
অংশগ্রহণকারী কার্যালয় একটি (প্রধান উপদেষ্টার কার্যালয়); অংশগ্রহণকারী মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার সংখ্যা ৫৬টি। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মাননীয় উপদেষ্টা/বিশেষ সহকারী/সিনিয়র সচিব/সচিবগণ। কমিশনার ও জেলা প্রশাসকগণের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত হয়েছে।
প্রাপ্ত প্রস্তাবসমূহে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সংক্রান্ত সর্বোচ্চ ২৮টি প্রস্তাব এসেছে।
আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তার উপদেশ ও নির্দেশনা গ্রহণের সূচি নির্ধারিত রয়েছে। সুপ্রিম কোর্ট ভবন এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
ডিসিশন সম্মেলনের প্রধান প্রধান আলোচ্য বিষয়:
এবার ডিসির সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ;
দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম; স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন; সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স; শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ; স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ; পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ; ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।
সম্মেলনের প্রত্যাশিত ফলাফল:
মাঠ পর্যায়ে কর্মসম্পাদনকালে জেলা প্রশাসকগণ যে সকল আইনগত, প্রশাসনিক, আর্থিক কিংবা অন্যবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং স্ব স্ব জেলায় যে সকল সম্ভাবনা বিদ্যমান সেসব বিষয়ে সম্মেলনের মাধ্যমে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মাননীয় উপদেষ্টা/বিশেষ সহকারী/সিনিয়র সচিব/সচিবগণের উপস্থিতিতে আলোচনা করে চ্যালেঞ্জ মোকাবিলার পন্থা নির্ধারণ এবং বিদ্যমান সম্ভাবনাসমূহকে কাজে লাগানোর উপায় নির্ধারণ।
মন্ত্রণালয়/বিভাগসমূহের অনুসৃত নীতি-কৌশল ও গৃহীত উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসকগণ কর্তৃক সম্যক ধারণা লাভ; পর্যটন বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসেবা বৃদ্ধি এবং পন্থায় সরকারের নীতি ও কর্মসূচির বাস্তবায়ন ত্বরান্বিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়ন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৫
এমআইএইচ/এমজে