ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এতিম শিশুদের মুখে হাসি ফোটাল কালের কণ্ঠ শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
এতিম শিশুদের মুখে হাসি ফোটাল কালের কণ্ঠ শুভসংঘ ...

নীলফামারী: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় শুভসংঘের ত্রাণ সহায়তা পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের জন্য বিশেষ দোয়া করেছে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা।

রোববার (৪ জুলাই) কিশোরগঞ্জ উপজেলার আকবারিয়া জান্নাতবাগ হাফিজিয়া নূরানী এতিমখানা মাদরাসায় এই ত্রাণসামগ্রী দেওয়া হয়।

এ সময় বিশেষ দোয়ায় অংশ নেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট শাহ্, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, নীলফামারী জেলা শুভসংঘের সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, এতিমখানার সভাপতি শামসুল হক সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাদরাসার প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।