ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ডা. অনুপ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
নবাবগঞ্জে টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ডা. অনুপ ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

নবাবগঞ্জ (ঢাকা): দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও করোনা কন্ট্রোল কর্নার ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ।  

শনিবার (৩ জুলাই) নমুনা দিলে রোববার (৪ জুলাই) ফলাফল পজিটিভ আসে তার।

বর্তমানে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন আছেন।  

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ডা. হরগোবিন্দ সরকার অনুপ নিজেই বাংলানিউজকে এ বিষয় নিশ্চিত করেন।

ডা. অনুপ বলেন, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি। কিন্তু শুক্রবার (২ জুলাই) সন্ধ্যা থেকে জ্বর, প্রচণ্ড মাথা ও শরীর ব্যথা অনুভব করি। পরের দিন শনিবার পরীক্ষা করার জন্য নমুনা দেওয়া হয়। রোববার আমার রিপোর্ট পজিটিভ আসে। হালকা শরীর ব্যথা ও জ্বর আছে, তবে শ্বাসকষ্ট নেই।  

তিনি আরো জানান, ৩ জুলাই উপজেলায় থেকে ৪৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে তারসহ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২১১ জনে। আর মৃত্যু হয়েছে ২১ জনের।  

এছাড়া এ পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট সাতজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও তিনি জানান।

ডা. হরগোবিন্দ সরকার অনুপ উপজেলা করোনা কন্ট্রোল কর্নার ফোকাল পার্সন হিসেবে করোনা সংকটের প্রথম দিক থেকেই একজন সম্মুখযোদ্ধা হিসেবে করোনা রোগীদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।