ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মরদেহ-স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মরদেহ-স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া মরদেহ ও স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি।

শুক্রবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে এ নমুনা সংগ্রহ শুরু হয়।

প্রথমে অগ্নিকাণ্ডে নিখোঁজের দাবিদার মো. জাহের নমুনা দেন। তার স্ত্রী ফিরোজা বেগম (৪০) আগুন লাগার পর থেকে নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে না পেয়ে মর্গে আসেন।  

জাহের বলেন, তিন মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন তার স্ত্রী ফিরোজা। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে কাজে আসেন। আগুন লাগার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালে গিয়ে ডিএনএর জন্য নমুনা দিলাম।

সিআইডির ক্রাইমসিনের ডিএনএ অ্যানালাইস্ট মো. আশরাফুল আলম জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনের ঘটনায় যে মরদেহগুলো এসেছে তাদের ও স্বজনদের ডিএনএ নমুনা নেওয়া শুরু হয়েছে। নমুনা নেওয়া হচ্ছে স্ত্রী, স্বামী বাবা-মা ও সন্তানদের।  

তিনি আরও জানান, মরদেহের হাড়, দাঁত ও চুল থেকে নমুনা নেওয়া হচ্ছে। এছাড়া স্বজনদের রক্ত ও লালা থেকে নমুনা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।