ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশি মাছ চাষে এগিয়ে আসতে হবে: রেলমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
দেশি মাছ চাষে এগিয়ে আসতে হবে: রেলমন্ত্রী  মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, 'কার্প জাতীয় মাছ ছাড়াও দেশি জাতের মাছ যাতে হারিয়ে না যায় সেজন্য বেশি করে দেশি মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে।

গুনগত ও অধিক উৎপাদনশীল জাতের মাছ চাষ করে পুষ্টির চাহিদা পূরণ ও বেকারত্ব দূরসহ আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

 

শনিবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার কুয়ারিমেইল পুকুরে হালদা থেকে সংগ্রহ করা কার্প জাতীয় মাছের রেনু পোনা অবমুক্তকালে মন্ত্রী এ কথা বলেন।  

এ সময় হালদা থেকে সংগ্রহ করা ৩৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা মৎস্য কর্মকর্তা শাহ নেওয়াজ সিরাজি, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ- সভাপতি আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।