ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারাখানায় অগ্নিকাণ্ডে নিহত মোরসালিনের (২২) মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১০জুলাই) বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন নিহত মোরসালিনের মরদেহ তার মামা জুয়েল হকের কাছে হস্তান্তর করেন।
এসআই নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হন। পরে ওই দিন রাতেই ঢাকা মেডিক্যালে মারা যান।
নিহতের মামা জুয়েল জানান, মোরসালিন কারখানার তিন তলায় কাজ করতো। থাকতো ভুলতা গাউছিয়ায়। ঘটনার দিন তিন তলা থেকে লাফিয়ে পরে আহত হয়েছিল। পরে হাসপাতালে মারা যায়।
জুয়েল আরো জানায়, মোরসালিনের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার চিবিবন্দর উপজেলার উত্তর সুবদারপুর গ্রামে। বাবা আনিছুর রহমান গ্রামে কৃষিকাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে মোরসালিন বড় ছিল। মোরসালিনকে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
এদিকে ঢামেক মর্গে নারায়গঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে দাফনের খরচ বাবদ ২৫ হাজার টাকা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২১
এজেডএস/কেএআর