ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের আগে ৩ মাসের বেতন পাবেন কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
ঈদের আগে ৩ মাসের বেতন পাবেন কেসিসির পরিচ্ছন্নতা কর্মীরা

খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) আন্দোলনরত বহিরাগত পরিচ্ছন্নতা কর্মীরা ঈদের আগে তিন মাসের বেতন পাবেন।

মঙ্গলবার ও বুধবার (১৪ জুলাই) তারা পাঁচ মাস ধরে বেতন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও খুলনা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

যার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে তাদের তিন মাসের মজুরি পরিশোধের সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত একটি ফাইলে স্বাক্ষরের জন্য বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকায় পাঠানো হবে।  

কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। তিনি এ ফাইলে স্বাক্ষর করলেই শ্রমিকদের মজুরি দিতে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না।  

বৃহস্পতিবার সকালে বহিরাগত শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঈদের আগে তিন মাসের বেতন পাওয়ার খবরে কিছুটা স্বস্তি ফিরেছে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে।

কেসিসির কনজারভেন্সি বিভাগের বহিরাগত ১২০ জন শ্রমিক
পাঁচ মাস ধরে মজুরি পাচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমআরএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।