টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউ ওয়ার্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৩টা ১৪ মিনিটের দিকে একসঙ্গে চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বিস্ফোরণের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে গিয়ে আইসিইউতে থাকা করোনা রোগীদের স্থানান্তর করতে করোনা সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। অনেককেই আবার অ্যাম্বুলেন্সে রাখা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বাংলানিউজকে বলেন, আগুনের ঘটনায় কোনো ক্ষতি হয়নি। আইসিউ ওয়ার্ড ১০ জন রোগী ছিলো। আমরা তাদের দ্রুত সরাতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, রোগীদের সরিয়ে দ্রুত অন্য ওয়ার্ড স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আইসিইউ বন্ধ রয়েছে। যতো দ্রুত সম্ভব আইসিইউ ওয়ার্ড প্রস্তুত করা হবে।
টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রির্পোটের পরে ব্যবস্থা নেওয়া হবে। আইসিইউ থেকে সরানো মুমুর্ষ করোনা রোগীকে আবার যাতে ২ ঘণ্টার মধ্যে আইসিইউতে নেওয়া যায় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আইসিইউ প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
>>>টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে আগুন
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এনটি