ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আসার সময় আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আসার সময় আটক ৩ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১৬ জুলাই) সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- খুলনার বটিয়াঘাটা উপজেলার কাটামারী গ্রামের প্রজেশ রায়ের মেয়ে পম্পিনা রায় (২১), যশোরের মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাহেব আলীর ছেলে খালিদ হাসান সজিব (২১) ও তার স্ত্রী ঈশিতা খাতুন নুপুর (১৮)।

মহেশপুর খালিশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে আসার খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাঞ্চনপুর ব্রিজ এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। আটক তিনজনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।