ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে অস্ত্রধারীদের গুলিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
পানছড়িতে অস্ত্রধারীদের গুলিতে নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রধারীদের গুলিতে খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পানছড়ির মরাটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত অনিল ওই এলাকার পদ্মনি পাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

জানা যায়, সকালে পানছড়ি-তবলছড়ি সড়কের মরাটিলা নামক এলাকায় কয়েকজন অস্ত্রধারী অনিল মোহন ত্রিপুরাকে গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত অনিল পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সাবেক কর্মী।  

এ বিষয়ে কোনো পক্ষের বক্তব্য পাওয়া না গেলেও একটি সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এডি/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।