গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরফরাজ মণ্ডল (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জুলাই) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ছয়ঘড়িয়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সরফরাজ মণ্ডল উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বিলভর্তি গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ আল মামুন বাংলানিউজকে জানান, কৃষ্ণপুর ছয়ঘরিয়া গ্রামের পরিত্যক্ত একটি বাড়িতে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এনটি