রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ জুলাই) সকালে দুর্গম রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
কারিগর পাড়ার স্থানীয় বাসিন্দা কার্বারি উথোয়াই প্রু মারমা বলেন, সোমবার সকালে বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার থেকে বের হলে বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কেউ তাকে হাতির আক্রমণ থেকে উদ্ধার করতে আসতে পারেনি।
রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসআই