ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ জুলাই) সকালে দুর্গম রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই ভিক্ষু কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

কারিগর পাড়ার স্থানীয় বাসিন্দা কার্বারি উথোয়াই প্রু মারমা বলেন, সোমবার সকালে বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার থেকে বের হলে বন্যহাতি তাকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় কেউ তাকে হাতির আক্রমণ থেকে উদ্ধার করতে আসতে পারেনি।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।