ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈদ যাত্রার শেষ দিনেও পরিবহনের জটলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
ঈদ যাত্রার শেষ দিনেও পরিবহনের জটলা সড়কে গাড়ির সারি

সাভার (ঢাকা): ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি যাত্রা এখনো শেষ হয়নি। যাত্রার শেষদিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে পরিবহনের জটলা লেগেই রয়েছে।

ধীরগতিতে চলছে পরিবহন।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে এমন চিত্র দেখা গেছে সড়কে।

জানা গেছে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক ও নবীনগর-চন্দ্রা সড়কে আশুলিয়ার বাইপাইল, নরসিংহপুর, শ্রীপুর এলাকায় গাড়ির চাপ রয়েছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকাতেও রয়েছে পরিবহনের জটলা। এতে উত্তরবঙ্গের ঘরমুখো অসংখ্যক মানুষ দুর্ভোগে পড়েছেন।
 
সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টি আই এডমিন) আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, গতকাল সোমবার (১৯ জুলাই) গাড়ির প্রচণ্ড চাপ ছিলো। আজ সকাল থেকে গাড়ির চাপ কিছুটা কম। তবে বিকেলের ভেতরে সব সড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।