পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হক শিকদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) দুপুরে মোতলেবদের দীর্ঘদিনের ভোগদখলের ওই জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ নাসির বাধা দেন। বাক-বিতণ্ডার একপর্যায়ে নাসির দা-রামদা-কুড়াল নিয়ে মোতলেবদের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করেন। প্রতিপক্ষের হামলা প্রতিরোধ করতে গিয়ে উভয় পক্ষের ১৭ জন আহত হয়। পরে হামলায় গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহত কৃষক আব্দুল হক শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্ত শেষে হত্যা মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
কেএআর