জামালপুর: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি বলেছেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা বরদাশত করা হবে না। যারা এ মহৎ উদ্যোগকে ব্যর্থ করে দিতে চাইবে তাদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল পরিবারগুলোকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। সারা বিশ্বে নজিরবিহীন এ ধরনের উদ্যোগ। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী আশ্রয় প্রকল্পের ঘর ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় জামালপুর জেলা প্রশাসক মোরশেদা জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এসআইএস