ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ফেরিওয়ালার দগ্ধ মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
কামরাঙ্গীরচরে ফেরিওয়ালার দগ্ধ মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসূলপুর এলাকার একটি বাসা থেকে তরিকুল ইসলাম খোকন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ জুলাই) দুপুরে ওই ফেরিওয়ালার মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে পুলিশের সিআইডি ক্রাইম ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহের কাজ করছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে আটটার দিকে আমরা খবর পাই। এরপর পশ্চিম রসূলপুর ২৫০ নম্বর মৃত শামসুল হকের বাড়ির চারতলা থেকে তার মরদেহ উদ্ধার করি। রুমের ভেতরের খাট ছিলো মরদেহটি। তার শরীর ও খাটের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

তিনি জানান, খোকনের বাড়ি বরিশালের বানারীপাড়ার উপজেলার। ওই বাসায় ছোট রুমে ভাড়া থাকতেন তিনি। বিভিন্ন এলাকায় ভ্যানে করে ঘুরে ঘুরে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন তিনি। তাকে খুন করা হয়েছে না আগুনে পুড়ে মারা গেছে তা জানার জন্য তদন্ত চলছে।

মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।