ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে বজ্রপাতে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
মতলবে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চাঁদপুর: সহপাঠীদের নিয়ে বাড়ির পাশে ঘুরতে গিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাস্টার বাজার এলাকায় বজ্রপাতে কামরুল বকাউল (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। একই সময় তার সঙ্গে থাকা শহিদুল বকাউল নামে আরেক কিশোর গুরুতর আহত হয়।

রোববার (১ আগস্ট) দুপুরে বাকরা গ্রামের ‘বকাউল বাড়ি’ সড়কের ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। মৃত কামরুল ‘বকাউল বাড়ি’র মিলন বকাউলের ছেলে। তিনি ঢাকার উত্তর বাড্ডা এলাকায় একটি কোম্পানিতে পারটেক্স বোর্ডের কাজ করতেন। আহত শহিদুল সম্পর্কে তার চাচাতো ভাই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার ফরহাদুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।