বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিপু দত্ত (৪৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
দিপু দত্ত বরিশাল কেন্দ্রীয় কারাগারের হাজতি ছিলেন।
রোববার (১ আগস্ট) বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় হাজতে ছিলেন দিপু দত্ত। উচ্চ রক্তচাপের সমস্যায় শুক্রবার (৩০ জুলাই) তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের সহকারী সার্জন ডা. রাকিবুল আহসান শেবাচিম হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জুলাই) তার মৃত্যু হয়।
সুরতহাল শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও কারাগার সূত্র জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এমএস/ওএইচ/