ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় গর্ভবতী নারীসহ নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
মাইক্রোবাসের ধাক্কায় গর্ভবতী নারীসহ নিহত ২ 

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটমাইল বহলবাড়িয়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে গর্ভবতী এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দু’জন হলেন- একই জেলার ভেড়ামারা উপজেলার চাদগ্রামের বাসিন্দা সুবোলের স্ত্রী মেহের নিগার (৩০) ও দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার ছেলে শিশির (১৭)।

আহত দু’জন হলেন, মৃত ওই নারীর স্বামী সুবোল হোসেন (৩৭) ও অটোরিকশার অন্য যাত্রী রিয়াজ উদ্দিন (১৬)। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

গর্ভবতী মেহের স্বামীর সঙ্গে কুষ্টিয়াতে আসছিলেন চিকিৎসক দেখাতে আসছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, আটমাইল বহলবাড়িয়া এলাকায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী অটোরিকশার সঙ্গে ভেড়ামারাগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ অবস্থায় স্থানীয়রা গুরুতর আহত চার যাত্রীকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, গুরুতর আহত চার জনকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক গর্ভবতী এক নারী ও এক কিশোরকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহত দু’জনের মরদেহ মর্গে রাখা আছে। আহত দু’জন হাসপাতালটিতে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।