ভোলা: ভোলার চরফ্যাশনে বজ্রপাতে মৃত ব্যক্তির কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ আগস্ট) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দিনগত রাতে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কবরটি শিবলু প্যাদা (১৮) নামে এক তরুণের। তিনি চার বছর আগে বজ্রপাতে মারা গিয়েছিলেন বলে জানা গেছে।
শিবলু বাবা সিরাজ প্যাদা জানান, চার বছর আগে তার নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় বাড়ী সংলগ্ন বেড়িবাঁধের ওপর বজ্রপাতে নিহত হন শিবলু। পরে তাকে নিজ বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার কবরস্থানটি থেকে তার কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার কবরস্থানে পাশে বসবাসরত বাসিন্দারা শিবলুর কবরটি খোড়া দেখতে পেয়ে বিষয়টি থানায় জানান।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসআরএস