পঞ্চগড়: পঞ্চগড়ে মরিয়ম নামে একটি নার্সারিতে ফুলের আটি বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার মকবুলার রহমান সরকারি কলেজ রোড মরিয়ম নার্সারিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পারভেজ নার্সারিতে ফুল রাখা ঘরে কাজ করতে যায়। আগে থেকে ঘরের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তার লিকেজ হয়ে ঘরের নেটের বেড়ার সঙ্গে লেগেছিল। গোলাপ ফুলের আটি বাঁধার সময় পারভেজের হাত ওই নেটের বেড়ায় লাগলে বিদ্যুতায়িত হয়ে আটকে যায় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া ওই কিশোরের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
আরএ