ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

টু‌ঙ্গিপাড়ায় এক হাজার শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
টু‌ঙ্গিপাড়ায় এক হাজার শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শিক্ষাসামগ্রী বিতরণ।

গোপালগঞ্জ: গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় শেখ রা‌সেল দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কে‌ন্দ্রের তিনশ’ শিক্ষার্থীসহ এক হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ক‌রেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।

রোববার (৮ আগস্ট) দুপুর সোয়া ৩টায় শিক্ষার্থী‌দের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ক‌রে এ কার্যক্র‌মের উদ্বোধন করা হয়।

 

এ উপল‌ক্ষে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি শেখ আবুল বাশার খা‌য়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ও শেখ রা‌সেল ক্রীড়া চ‌ক্রের প‌রিচালক ( ক্রীড়া) শেখ সা‌লেহ জামান বক্তব্য রা‌খেন।

এ সময় শেখ রা‌সেল ক্রীড়া চ‌ক্রের প‌রিচালক মোহাম্মদ গোলাম, মাকসুদুর রহমান, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফুরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতা-কর্মীরা উপ‌স্থিত ছিলেন।

প‌রে ট‌ু‌ঙ্গিপাড়া উপ‌জেলা প‌রিষদ মা‌ঠে ও পৌর বাস টা‌র্মিনা‌লে কর্মহীন দুই হাজার মানু‌ষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

** কোটালীপাড়ায় ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।