গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের তিনশ’ শিক্ষার্থীসহ এক হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
রোববার (৮ আগস্ট) দুপুর সোয়া ৩টায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ( ক্রীড়া) শেখ সালেহ জামান বক্তব্য রাখেন।
এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক মোহাম্মদ গোলাম, মাকসুদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফুরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠে ও পৌর বাস টার্মিনালে কর্মহীন দুই হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
** কোটালীপাড়ায় ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
আরএ