ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পেট্রোল ঢেলে নারীকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
পেট্রোল ঢেলে নারীকে পুড়িয়ে মারার চেষ্টা, গ্রেফতার ২

নরসিংদী: নরসিংদীর রায়পুরা উপজেলায় পারভীন আক্তার (৩০) নামে এক নারীকে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক দেবরসহ চার স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৮ আগস্ট) বিকেলে পারভীনের ছোট ভাই আকরাম হোসেন বাদী হয়ে চার জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (৭ আগস্ট) রাতে ওই উপজেলার লোচনপুর এলাকায় হত্যাচেষ্টার এ ঘটনা ঘটে।  

পারভীনের শরীরের ৭৫ শতাংশ থেকে ৮০ শতাংশ পোড়া নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তিনি রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নের সোবানপুর গ্রামের দানা মিয়ার মেয়ে।

গ্রেফতার দু’জন হলেন- রায়পুরার মরজাল এলাকার হাফিজ উদ্দিন মুন্সীর ছেলে আলী হোসেন (৩২) এবং তার ভাগনে ও কাজী আলতাফ হোসেনের ছেলে মো. শাহরিয়ার (১৮)।

জানা গেছে, পারভিনের সঙ্গে একই উপজেলার মরজাল এলাকার প্রবাসী জাকির হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা (১০) সন্তান রয়েছে। পারভিনের স্বামী প্রবাসের থাকার কারণে প্রায় সময়ই শ্বশুর বাড়ির লোকজনের দ্বারা কারণে-অকারণে নির্যাতনে শিকার হতেন। বছরখানেক আগে পারভিনের মেয়ের পায়ে দা দিয়ে কোপ দেয় দেবর আলী হোসেন। এ ঘটনায় পারভিনের বাবা থানায় একটি মামলাও দায়ের করেছিলেন। এর পর থেকে শ্বশুর বাড়ির লোকজন মামলা তুলে নিতে পারভিনের ওপর চাপ প্রয়োগ করে আসছিল। তবে তিনি রাজি না হওয়ায় নির্যাতনের মাত্রা ক্রমেই বাড়তে থাকে। ফলে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি সোবানপুরে গিয়ে উঠতে বাধ্য হন তিনি। প্রায় আট মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ৭ আগস্ট দুপুরে টিকা দেওয়ার কথা বলে পারভিনকে বাড়ি থেকে ডেকে নেন সাবেক শ্বশুর বাড়ির লোকজন। পরে সন্ধ্যার পর দেবরসহ চারজন তার মুখ বেঁধে লোচনপুর এলাকার একটি নির্জন বাঁশঝাড়ের নিচে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং আগুন নেভায়। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় মধ্য রাত ৩টার দিকে পারভিনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দেবর আলী ও ননদের ছেলে শাহরিয়ারকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চালছে।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. একেএম রেজাউল ইসলাম খান বাংলানিউজকে জানান, পারভিনের শরীরে পায়ের আগুল থেকে গলা পর্যন্ত প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। এ অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, দেবরসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্য দু’জনকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।