সিরাজগঞ্জ: বসুন্ধরা গ্রুপের সহায়তায় সিরাজগঞ্জের হতদরিদ্র ৪৫০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘ।
সোমবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও শুভ সংঘের সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা অসিম মণ্ডল, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম, বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট স্বপন চন্দ্র দাস, কালের কণ্ঠ শুভ সংঘের জেলা শাখার সভাপতি ডা. নিত্য রঞ্জন পাল ও সাধারণ সম্পাদক হোসেন আলীসহ (ছোট্ট) অনেকে।
এরপর কামারখন্দের সরকারি হাজি কোরপ আলী কলেজ চত্বরে ৪৫০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসাগ্রী তুলে দেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ।
"শুভ কাজে সবার পাশে, কালের কণ্ঠ শুভ সংঘ” এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৭ আগস্ট) থেকে সিরাজগঞ্জের নয়টি উপজেলার তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল, তিন কেজি করে ডাল ও তিন কেজি করে আটা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এসআই