ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দের ৪৫০ পরিবারকে শুভসংঘের সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
কামারখন্দের ৪৫০ পরিবারকে শুভসংঘের সহায়তা 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দুস্থ ৪৫০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।  

বসুন্ধরা গ্রুপের সহায়তায় সোমবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার জামতৈল হাজি কোরপ আলী সরকারি কলেজ মাঠে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা, হাজি কোরপ আলী সরকারি কলেজের অধ্যক্ষ আইবুল আলম সরকার, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইমরান হোসেন, শরীফ মাহদী আশরাফ জীবন, কালের কণ্ঠ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও জেলা শুভসংঘের প্রধান উপদেষ্টা অসীম মণ্ডল, শুভসংঘ সিরাজগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট, নিউজ২৪ এর জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমসহ অনেকে।  

"শুভ কাজে সবার পাশে, কালের কণ্ঠ শুভ সংঘ” এ স্লোগানকে সামনে রেখে শনিবার (৭ আগস্ট) থেকে সিরাজগঞ্জের নয়টি উপজেলার তিন হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। সোমবার (৯ আগস্ট) দুপুরে কামারখন্দে খাদ্য বিতরণের মধ্য দিয়ে সিরাজগঞ্জে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শেষ হলো।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।