ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা দিতে পারেননি সাহেরা বেগম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা দিতে পারেননি সাহেরা বেগম ৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকা দিতে পারেননি সাহেরা বেগম। ছবি: বাংলানিউজ

ঢাকা: করোনা ভাইরাসের টিকা দিতে রোববার (৮ আগস্ট) রাত ৩ টার দিকে লাইনে দাঁড়িয়েও টিকা দিতে পারেননি ষাটোর্ধ সাহেরা বেগম। রাজধানীর মিরপুর ১২ নম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার টিকাদান কেন্দ্রের লাইনে দাঁড়িয়েছিলেন সাহেরা।

সোমবার (৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে ওই টিকাদান কেন্দ্রের নির্ধারিত (৩৫০টি টিকা) টিকা শেষ হয়ে যায়। এতে ভঙ্গ হয় সাহেরা বেগমের টিকা দেওয়ার আশা। টিকা দিতে না পারায় দুঃখ ভরা মন নিয়ে বাড়ি ফেরেন তিনি। শুধু সাহেরা বেগম নন, তার মতন আরও অনেক নারী-পুরুষ গভীর রাতে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা দিতে না পেরে চোখের জলে কেন্দ্র থেকে ফিরে গেছেন।

সাহেরা বেগম জানান, রোববার রাত ৩ টা থেকে সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত এক টানা লাইনে দাঁড়িয়ে ছিলাম। টিকা দিতে পারিনি। ৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পা ফুলে ব্যথা হয়ে গেছে। বসার কোনো ব্যবস্থা ছিল না। সারারাত মশার কামড় খেয়েছি। রাতে না খেয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছি। দুপুরের পর জানতে পারলাম টিকা শেষ। কাল আবার আসতে হবে। আমার মতো অনেক বয়স্ক নারী-পুরুষ রাতে এসে লাইনে দাঁড়িয়েও টিকা দিতে পারেনি। অনেক মহিলা কান্নাকাটি করেছে।

অভিযোগ করে সাহেরা জানান, সকালে অনেকে এসেই টিকা দিয়ে গেছেন। বয়সও কম। এরা কাউন্সিলরের পরিচিত। এদের কোনো সিরিয়াল লাগে না। আগামীকাল থেকে আর টিকা নিতে আসবো না। মরলে করোনায় মরমু।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। কাউন্সিলরের ফোন বন্ধ পাওয়া যায়।

ডিএনসিসি (অঞ্চল-২) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আযম বলেন, রাত ৩টার দিকে লাইনে দাঁড়াবে কেন? টিকা দেওয়ার সময় সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত। প্রতিদিন ৩৫০টি টিকা বরাদ্দ একটি কেন্দ্র বা সেন্টারে। যদি লাইানে সাড়ে তিন হাজার মানুষ দাঁড়ায় সবাই কি টিকা পাবেন? কাউন্সিলরের পরিচিত জন বা আত্মীয়-স্বজন কেউ টিকা নেয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এমএমআই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।