ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
খিলগাঁওয়ে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার ...

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর জিসানুল ইসলাম আকাইদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ৬ আগস্ট শিশুটি নিখোঁজ হয়।

সোমবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে খিলগাঁও নন্দীপাড়া একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির হাত বাধা ছিল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, শিশুটির বাবার নাম আবদুল মালেক। গত শুক্রবার (৬ আগস্ট) বিকেল এক রিকশাচালক শিশুটিকে রিকশা করে নিয়ে যায়। তারপর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের লোকজন শনিবার (৭ আগস্ট) থানায় একটি মামলা করেন। সোমবার (৯ আগস্ট) সকালে নন্দীপাড়া নূর মসজিদ এলাকার একটি বাড়িত দ্বিতীয় তলা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে অপহরণের পরে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।