ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

চা শ্রমিকদের কর্মবিরতির মাধ্যমে খুনিদের উচ্ছেদের দাবি

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
চা শ্রমিকদের কর্মবিরতির মাধ্যমে খুনিদের উচ্ছেদের দাবি চা শ্রমিকদের কর্মবিরতি ও খুনিদের উচ্ছেদের দাবি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা বিজয় হাজরা’র স্ত্রী রূপবতী হাজরা খুনের ঘটনায় খুনিদের ফাঁসি ও বাগান থেকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন চা শ্রমিকরা। এসময় শ্রীমঙ্গল উপজেলার তিনটি চা বাগানে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।

সোমবার (৯ আগস্ট) সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়। সমাবেশে ভাড়াউড়া চা বাগান, খাইছড়া চা বাগান ও ভুরভুরিয়া চা বাগানের শতাধিক নারী-পুরুষ চা শ্রমিক অংশ নেন।

ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরাগ বাড়ই, সহসভাপতি পংকজ কন্দ, ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সজল হাজরা, সাবেক সভাপতি উজ্জল হাজরা প্রমুখ।

এ সময় মানববন্ধনে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলী উপস্থিত থেকে চা শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, চা বাগান শান্তি-শৃঙ্খলার কর্মমুখর একটি স্থান। খুন-ত্রাসের মাধ্যমে যারা এই শান্তি যারা বিনষ্ট করে শ্রমিকদের মধ্যে বিভাজন তৈরি করে যারা দুষ্কৃতিকারী। আমাদের চা বাগানে কোনো দুস্কৃতিকারীর বসবাসের স্থান হতে পারে না।  

উল্লেখ্য, গত বুধবার বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরার পরিবারের উপর প্রতিবেশী কয়েকজন অতর্কিত হামলা চালায়। সেই হামলায় গুরুতর আহত হন বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা, ছেলে সাধন হাজরা (৩০) ও ছেলের বউ সাথি হাজরা (২৫)। পরে অইদিন রাত সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রূপবতী হাজরা।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।