জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দেওগ্রাম খুশির মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় হাফিজুর রহমান (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (০৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রাম হাজীপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দেওগ্রাম এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলচালক হাফিজুর রহমান গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান শামীম এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআই