ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নির্ধারিত সময়ের আগেই নওগাঁয় অভ্যন্তরীণ রুটে চলছে বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
নির্ধারিত সময়ের আগেই নওগাঁয় অভ্যন্তরীণ রুটে চলছে বাস ছবি: বাংলানিউজ

নওগাঁ: দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার (১১ আগস্ট) থেকে সড়কে পুনরায় চালু হবে গণপরিবহন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর নওগাঁয় আন্তঃজেলাসহ দূরপাল্লার পরিবহন চলাচলে প্রস্তুতি নিতে শুরু করেছেন শ্রমিকরা।

সোমবার (৯ আগস্ট) শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল গিয়ে দেখা যায়, নিজ নিজ দায়িত্বে পরিবহন শ্রমিকরা তাদের গাড়িগুলো ঠিকঠাক করে নিচ্ছেন। করছেন ধোয়াসহ পরিষ্কারের কাজও।

তবে সরকার নির্ধারিত সময়ের আগেই জেলার অভ্যন্তরীণ রুটে কিছু কিছু গণপরিবহন চলতে দেখা গেছে। যেসব বাসগুলো গন্তব্যে ছেড়ে যাচ্ছে, সেসব বাসগুলোতে যাত্রীদের তোলার সময় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, দেওয়া হচ্ছে না কোনোধরনের হ্যান্ড স্যানিটাইজার। তবে যাত্রীর সংখ্যা ছিল খুবই কম।

কয়েকজন পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা বাংলানিউজকে জানান, সরকারের টানা কঠোর বিধি-নিষেধে বিপদে ছিলেন তারা (পরিবহন শ্রমিকরা)। সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় গণপরিবহন চালুর প্রজ্ঞাপনে পরিবহন শ্রমিকদের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।