ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া শূন্য রেখা থেকে মো. জয়নুল আবেদীন (৬৫) নামে এক রোহিঙ্গাকে ৩৩টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।

জয়নুল আবেদীন তুমব্রু কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
 
জানা যায়, ৩৪-বিজিবির অধীনস্থ নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির বিজিবি সদস্যরা কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি টাওয়ারের সামনে সন্দেহ হলে একটি ইজিবাইকে তল্লাশি চালায়। এসময় ইজিবাইকে থাকা মো. জয়নুল আবেদীন নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
 
আটক স্বর্ণের বার ও আসামিকে থানায় হস্তান্তর ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় বিজিবির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।