গোপালগঞ্জ: সোমবার দিনভর শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পক্ষ থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (০৯ আগস্ট) ঘরে ঘরে পৌঁছে যায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট।
সকাল ১০টায় কোটালীপাড়া পৌরসভা সম্মেলন কক্ষে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এরপর সকাল ১১টায় হিরণ ইউনিয়নের মাঝবাড়ি বিদ্যালয় মাঠে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গরিব ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দুপুর ১২টায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয় কুশলা ইউনিয়নের ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রে। দুপুর ১টায় রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে, ২টায় কলাবাড়ি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে, ৩টায় রামশীল ইউনিয়ন পরিষদ এবং বিকেল ৫টায় কান্দি ইউনিয়নের ধারাবাশাইল স্কুল মাঠে কর্মহীন গরিব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী ঘিরে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আট হাজার পরিবারে খাদ্যসামগ্রী এবং দুই হাজার শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ নেয় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
খাদ্যসামগ্রীর প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে ডাল ও লবণ। দৃষ্টিনন্দন স্কুল ব্যাগের সঙ্গে ছিল ছয়টি খাতা, একটি করে পেন্সিল বক্স, কলম, পেন্সিল, শার্পনার, ইরেজার ও স্কেল।
গত রোববার থেকে শুরু হওয়া এ কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন- শেখ রাসেল ক্রীড়া চক্রের ক্রীড়া পরিচালক শেখ সালেহ জামান সেলিম, পরিচালক মোহাম্মদ গোলাম, পরিচালক মাকসুদুর রহমান, সদস্য মেজর (অব.) শেখ মো. মিজানুর রহমান এবং সদস্য মো. আমিনুল ইসলাম।
বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী এবং শিক্ষা উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমৃত লাল হালদার, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মহিউদ্দিন প্রমুখ।
এর আগে প্রথম দিন দুই উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের কাছে সহায়তার প্যাকেটগুলো হস্তান্তর করা হয়। কিছু কিছু এলাকায় সরাসরি গরিব ও দুস্থদের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন অতিথিরা।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।
** গোপালগঞ্জে ১০ হাজার পরিবারকে শেখ রাসেল ক্রীড়া চক্রের সহায়তা
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
আরএ