রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর বলবৎ নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফায় আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞার চলতি মেয়াদ ১০ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ার কারণে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৯ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাঙামাটির ডিসি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটির বিপণন ব্যবস্থাপক নৌ কমান্ডার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, কাপ্তাই হ্রদে মাছ ধরার ওপর জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ এর আগে ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় মাছের প্রাকৃতিক প্রজনন এখনো সম্পন্ন হয়নি। চলতি মৌসুমে ঘোষিত নিষেধাজ্ঞায় হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরা, আহরণ ও বিপণনের ওপর ৩১ জুলাই পর্যন্ত নিষিদ্ধ ছিল। কিন্তু ওই সময়েও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কাপ্তাই হ্রদে পানি বাড়তে পারেনি। এ অবস্থায় হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় নিষেধাজ্ঞার মেয়াদ পরবর্তী ১০ দিন বাড়িয়ে ১০ আগস্ট নির্ধারণ করা হয়। এতেও মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হওয়ায় জনস্বার্থে বিষয়টি বিবেচনা করে চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা গত ০১ মে মধ্য রাত থেকে কার্যকর হয়। হ্রদে কার্প জাতীয় মাছের বংশ বৃদ্ধি, পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর বর্ষা মৌসুমে তিন মাস মাছ ধরা বন্ধ রাখা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসআরএস