রাজশাহী: রাজশাহীতে পুলিশ ফাঁড়িতে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। তাকে ফাঁড়ি থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস সোমবার (আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ এক আদেশে মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক ওই এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করেন। বিভাগীয় তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত এএসআইয়ের নাম মো. শামীম। ভুক্তভোগী তরুণীর (১৮) বাড়ি মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে। তিনি বিবাহিত। স্বামীর নির্যাতনের কারণে তিনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেছিলেন। এরপর মহানগরীর বোসপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই শামীম তদন্ত করতে যান। এরপর তিনি ওই ভুক্তভোগী তরুণীকে পুলিশ ফাঁড়িতে ডাকেন। সে অনুযায়ী রোববার (৮ আগস্ট) ওই তরুণী তার মাকে নিয়ে ফাঁড়িতে যান। এ সময় এএসআই শামীম ওই তরুণীর মাকে রুমের বাইরে যেতে বলেন। একপর্যায়ে তরুণীকে একা রুমের মধ্যে শ্লীলতাহানি করেন এএসআই শামীম।
এ ঘটনার পর সন্ধ্যায় ওই তরুণীর বাবা বোয়ালিয়া মডেল থানায় এএসআই শামীমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। কিন্তু রাতেই স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী ওই তরুণীর পরিবারকে ডেকে এএসআই শামীমের সঙ্গে বিষয়টি দফারফা করতে চান। কিন্তু এই প্রক্রিয়া না মেনে ভুক্তভোগী তরুণীর বাবা সরাসরি মহানগর পুলিশ কমিশনারের কাছে যান। এরপরই পুলিশ কমিশনার অভিযুক্তকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করেন।
জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর ঘটনাটি সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ছিলেন। ওই তরুণীর বাবাও কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। এরপর অভিযুক্ত এএসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এখন অভিযোগের তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসএস/আরএ