ঢাকা: আপাতত বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা না থাকলেও পদ্মার পানি আগামী ১৫ আগস্ট নাগাদ বিপৎসীমার কাছাকাছি ওঠে যেতে পারে। বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে পানির সমতল ওঠে এলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অন্যান্য বন্যাপ্রবণ নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল বাড়ছে, যা একই সময় পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানির সমতলও হ্রাস পাচ্ছে, যা স্থিতিশীল থাকতে পারে।
১০ দিনের পূর্বাভাসে পাউবো বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানির সমতল আগামী ১১ই আগস্ট পর্যন্ত ক্রমাগত হ্রাস পেয়ে তারপর বাড়তে পারে। আগামী ৭ দিনে আপাতত ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। গঙ্গা-পদ্মা নদীর পানির সমতল আগামী ৭ দিন বাড়তে পারে। রাজবাড়ী জেলার গোয়ালন্দে এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং আগামী ১৫ই আগস্ট নাগাদ পানি সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। গঙ্গা নদীর অববাহিকায় অন্যান্য স্টেশনে আগামী ৭ দিনে আপাতত বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। ঢাকার চারপাশের নদীসমূহের পানির সমতল বাড়তে পারে। ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।
পাউবো জানিয়েছে তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে সোমবার (০৯ আগস্ট) ৬১টি স্টেশনে পানির সমতল বৃদ্ধি পেয়েছে। কমেছে ৪২টি পয়েন্টের পানির সমতল। অপরিবর্তিত আছে ৫টি স্টেশনের পানির সমতল। একটির তথ্য সংগ্রহ এখনো শুরু হয়নি।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
ইইউডি/আরএ