ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
সোমবার (৯ আগস্ট) এক বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ, ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জিএম কাদের বলেন, দুর্দান্ত খেলে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে। পঞ্চম ম্যাচও জিতেছে দারুণ লড়াই করে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন দুর্দান্ত লড়াকু দল।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনের ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী দল হিসেবে লড়াই করবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসএমএকে/এসআরএস