ঢাকা: আফগানিস্তান ও আফগানিস্তানের জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করে বাংলাদেশ। একই সঙ্গে দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সবসময়ই অংশীদার হিসেবে রয়েছে।
সোমবার (৯ আগস্ট) ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশ’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি)। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ বিন মোমেন বলেন, আফগানিস্তানে কি হবে না হবে সেটি সেখানকার জনগণই নির্ধারণ করবে। আমরা চাই আফগানিস্তানের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন হোক। যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক জনসেবামূলক কার্যক্রমের উন্নয়ন হোক। আর এই উন্নয়নে বাংলাদেশ সবসময়ই তাদের অংশীদার হিসেবে থাকবে। আমরা উভয়পক্ষ দ্বিপাক্ষিক আলোচনায় বসবো। কিভাবে উভয়ের মধ্যে কাজের সুযোগ আরও বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা করবো।
পররাষ্ট্র সচিব বলেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে বাংলাদেশ স্বাগত জানায়। দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে এবং সার্কভুক্ত সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান আরও দুর্দশা ভোগ করুক সেটা আমরা চাই না।
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে মাসুদ বিন মোমেন বলেন, আফগানিস্তানে মার্কিন অনুপ্রবেশ ব্যর্থ হয়েছে ঠিক যেমনটা ১৯ শতকে কলোনিয়াল সাম্রাজ্যবাদে ব্যর্থ হয়েছিল ব্রিটেন। আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে আর এর জন্য আফগানিস্তানের ভেতরে ও বাইরে থেকে আলোচনার কোনো বিকল্প নেই।
ওয়েবিনারে কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সামরিক বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন। উপস্থাপনার ওপর এক প্রশ্নোত্তর পর্বে আফগানিস্তানে সমস্যা বা সমাধানের মূল কারণ যুক্তরাষ্ট্র কি না? এমন প্রশ্নের জবাবে শাখাওয়াত বলেন, আমার মতামত যে, যুক্তরাষ্ট্র কোনো সমস্যার জন্যই সমাধান না। আপনারা যদি কিছু বিষয়ে নজর দেন যেমন ইরাকে যুক্তরাষ্ট্র এসেছিল কিন্তু সেই ইরাক এখন ইরানেরই বর্ধিতাংশের মতো। লিবিয়াতেও একই অবস্থা আর এখন সর্বশেষ আফগানিস্তান। আফগানিস্তানে তালেবানের এখন যুক্তরাষ্ট্রের এক প্রকার সমর্থন রয়েছে। তুরস্ক ও রাশিয়াও তাদের সমর্থন দিয়েছে।
তিনি জানান, আফগানিস্তানের অনেক শহরের মেয়র দিনে সরকারের হয়ে কাজ করেন আর রাতে তালেবানের হয়ে। এটা সেখানকার বহুদিনের সংস্কৃতি। কাজেই এই অঞ্চলে যুক্তরাষ্ট্র কোনো সমাধান নিয়ে আসতে পারেনি।
ওয়েবিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ব্র্যাক ইন্টারন্যাশনালের সাবেক নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন এবং এসআইপিজি এর সিনিয়র ফেলো শহিদুল হক।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসএইচএস/জেডএ /এমআরএ