ঢাকা: রাজধানীর কদমতলী পালপাড়া হাইস্কুলের গলি থেকে উদ্ধারকৃত অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলেছে। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে স্বজনরা তাকে শনাক্ত করেন।
নিহতের নাম সাগর সিকদার (২২)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর গ্রামের মৃত রতন শিকদারের ছেলে।
নিহতের ভগ্নিপতি মো. শাহিন বাংলানিউজকে জানান, দুই ভাই, তিন বোনের মধ্যে সবার ছোট সাগর। তার স্ত্রী তানজিলা গ্রামের বাড়িতে থাকেন। সাগর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় থাকতেন। ভাড়ায় তিন চাকার অটোরিকশা চালাতেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, সোমবার (৯ আগস্ট) রাতে বড় ভাই সুজন সিকদার সাগরের মোবাইলে ফোনে একাধিকবার কল দেন। প্রথমে বন্ধ থাকলেও মাঝে ফোন খোলা পাওয়া যায়।
ভগ্নিপতি শাহিন বলেন, ভোররাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সাগরের ফোন ধরেন। অপরপ্রান্ত থেকে বলেন, মোবাইল ফোনের মালিককে মারধর করে অটোরিকশা নিয়ে চলে এসেছি। পরে খোঁজ নেওয়ার জানতে পারি কদমতলী থানা পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে। থানায় যোগাযোগ করে সাগরের মরদেহের সন্ধান পাই।
নিহতের পরিবারের দাবি সাগরকে ছুরিকাঘাতের পর হত্যা করা হয়েছে। এছাড়া তার অটোরিকশাটি ছিনতাইয়ের অভিযোগ করেন তারা।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর বাংলানিউজকে বলেন, নিহত সাগর অটোরিকশা চালাতেন। মঙ্গলবার (১০ আগস্ট) ভোর ৪টায় মরদেহ উদ্ধারের সময় অটোরিকশাটি পাওয়া যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
** রাজধানীর কদমতলী থেকে যুবকের মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এজেডএস/এনএস/আরবি