গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার মাঝুখান এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আলিমুজ্জান (৩৩) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পূবাইল-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আলিমুজ্জান চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- মাঝুখান এলাকার হোটেল রেস্তোরাঁ মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) ও কাশেম (৫০)।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি মাঝুখান এলাকায় শিল্পী বেগমের খাবার হোটেল ও আরমানের ফলের দোকানে ঢুকে যায়। এসময় পথচারী আলিমুজ্জামানসহ ছয়জন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আলিমুজ্জামানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
আরএস/ওএইচ/