ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

হেলিকপ্টারে টিকা পৌঁছে গেল দুর্গম পাহাড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
হেলিকপ্টারে টিকা পৌঁছে গেল দুর্গম পাহাড়ে

ঢাকা: করোনা ভাইরাসের টিকা দেশের দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার (১০ আগস্ট) বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে করোনা টিকা বান্দরবান জেলার বড়থলী পাড়া পৌঁছে দেওয়া হয়।

এ সময় স্বাস্থ্যকর্মীদের পাঁচ সদস্যের একটি দল সঙ্গে ছিল। এর আগে হেলিকপ্টারটি চট্টগ্রাম জহুরুল হক ঘাঁটি থেকে কাপ্তাইয়ের উদ্দেশে রওয়ানা দেয়।  

দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণের মধ্যে করোনা টিকা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমইউএম/এনএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।