ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

পড়াশোনা করতে চান বজ্রপাতে স্বামী হারা দুই গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
পড়াশোনা করতে চান বজ্রপাতে স্বামী হারা দুই গৃহবধূ পড়াশোনা করতে চান বজ্রপাতে স্বামী হারা দুই গৃহবধূ।

চাঁপাইনবাবগঞ্জ: বজ্রপাতে স্বামী হারিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের তোহরা বেগম ও টুকটুকি বেগম। স্বামীহারা এই দুই গৃহবধূ এখন পড়াশোনা করে সংসারের হাল ধরতে চান।

তোহরা বেগম বলেন, বিবাহিত জীবনের ২১ দিনের মাথায় স্বামীকে হারিয়েছি। আমরা দু-জনই এক সঙ্গে বজ্রপাতে আহত হই। হাসপাতালে ভর্তির একদিন পর জ্ঞান ফিরলে জানতে পারি স্বামী মারা গেছেন।

তিনি জানান, বিয়ের আগে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর এলাকার শহীদ মেহের আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

এখন আবারো পড়াশোনা শুরু করতে ইচ্ছুক তোহরা। তাই তিনি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

অপরদিকে বজ্রপাতে স্বামী আসিকুলকে হারিয়েছেন টুকটুকি বেগম। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সেরাজুল ইসলামের ছেলে আসিকুল ইসলামের সঙ্গে ৪ মাস আগে বিয়ে হয়েছিল নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট এলাকার মিজানুর রহমানের মেয়ে টুকটুকি বেগমের। স্বামীকে হারিয়ে একা হয়ে পড়েছেন তিনি। তার স্বপ্ন এখন পুনরায় পড়াশোনা শুরু করা। কিন্তু তার বাবা মা গরীব বলেই বিয়ে দিয়ে দিয়েছিলেন মেয়েকে। পড়াশোনা করানো তাদের পক্ষে সম্ভব নয়। তাই টুকটুকি সমাজের ধনীদের কাছে সহযোগিতা কামনা করেছেন।

বজ্রপাতে আল-মামুন তার পিতা ও আত্মীয়সহ ১৭ জনকে হারিয়েছেন। তিনি বলেন, বজ্রপাতে যারা মারা গেছেন তারা সবাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে পরিবারগুলো এখন একেবারেই অসহায় হয়ে পড়েছেন। তাই পরিবারগুলোর কথা ভেবে এককালীন অর্থ সহায়তা করা হলে পরিবারের অসহায় সদস্যরা বাঁচতে পারবে। তবে বাবলু ও আসিকের স্ত্রীদের আবারো পড়াশোনা করিয়ে উর্পাজনক্ষম হিসেবে গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বুধবার (৪ আগস্ট) সদর উপজেলার নারায়নপুর থেকে বিয়ের অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার পাঁকা এলাকায় যাওয়ার সময় বজ্রপাতে ৫ জন মহিলাসহ ১৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন ১৩ জন।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।