ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
হাতিয়ায় ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

 

হাতিয়া নলচিরা নৌ-পুলিশ স্টেশন ইনচার্জ মো. ইয়ার আলী বাংলানিউজকে জানান, জেলেরা হাতিয়ার মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযানের সময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে, বুধবার (১১ আগস্ট) সকালে একই উপজেলার মাইজচা মার্কেট ও বউবাজার এলাকা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে নৌ-পুলিশ। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।